ভোলাহাটে এক দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

জাতীয় ভোলাহাট উপজেলা শিক্ষা

রবিবার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে ভোলাহাট ফায়ার সার্ভিস থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মজিব চত্বরে সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। এক দফা দাবিতে সরকারের পদত্যাগের স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা।

শিক্ষার্থীরা বক্তব্যে বলেন, সরকার পদত্যাগ না করা পর্যন্ত অসহযোগ আন্দোলন চলবে। সকল জনসাধারণকে রাস্তায় নেমে আসার জন্য আহ্বান জানান। পুলিশ, সেনাবাহিনীসহ নিরাপত্তাবাহিনীর উদ্দেশে তিনি বলেন, আপনারা জনগনের সেবক, আপনারা জনগনের পাশে থাকবেন। এই সরকারকে জনগণ প্রত্যাখ্যান করেছে। আপনারা সরকারকে সমর্থন না দিয়ে জনগণকে সমর্থন দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *