স্টাফ রিপোর্টার: ভোলাহাট উপজেলার একমাত্র আম বাজার আম ফাউন্ডেশন ভোলাহাট এর আনুষ্ঠানিক ভাবে আম বাজারজাত করা উদ্বোধন করা হয়েছে। শনিবার (১ জুন) বেলা ১১টার দিকে আম ফাউন্ডেশন চত্বরে আম ফাউন্ডেশন সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তারের সভাপতিত্বে উদ্বোধন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ ওসি সুমন কুমার, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ও আম ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি মোঃ কামাল উদ্দিন, নবনির্বাচিত মহিলা ভাইস-চেয়ারম্যান মোসাঃ শাহাজাদী বিশ্বাস, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ রেজাউল করিম বাবলুসহ অন্যরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আম ফাউন্ডেশনের সহ সভাপতি মোঃ মৌদুদুর রহমান শাহ, সাধারণ সম্পাদক মোঃ মুনসুর আলী, যুগ্ম সম্পাদক মোঃ নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ লাল দেওয়ানসহ অন্যান্য সদস্যরা। এ সময় সুষ্ঠ পরিবেশে বৈধ উপায়ে আম ব্যবসা করার জন্য পরামর্শ প্রদান করেন অতিথিরা