সন্তানের প্রথম নাটক ‘রিগ্রেট’ প্রচার হবে ঈদে

সারা দেশ ভোলাহাট উপজেলা

স্টাফ রিপোর্টার: এক কিশোরীর জীবনে ঘটে যাওয়া ভুল, অতপর অনুতপ্ত হওয়াকে ঘিরে নির্মিত হয়েছে নাটক ‘রিগ্রেট’। সম্প্রতি রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানের আশপাশে এর শুটিং হয়। এটি রচনা ও পরিচালনা করেছেন তরুণ নির্মাতা তৌহিদ হক। আর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন উঠতি তারকা সাদিয়া আয়মান এবং গুণী অভিনেত্রী মনিরা মিঠু, হিন্দোল রায়, রকি খান, সোহেল তৌফিক প্রমুখ। রিগ্রেট নাটকটি  ঈদের ৭ম দিন মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে বলে জানিয়েছেন তরুণ নির্মাতা তৌহিদ হক।

নাটকটি সম্পর্কে আয়মান বলেন, এটা মা ও মেয়ের গল্প। একজন টিনেজার মেয়ের জীবনে নেয়া ভুল সিদ্ধান্তের খেসারতের গল্প ‘রিগ্রেট’। টিনএজ বয়সে অনেকেই পরিবারকে অবহেলা করে এবং অসংখ্য ভুল সিদ্ধান্ত নেয়। পরিবারের কাছের মানুষদেরও তখন শত্রু মনে হয়। আমার মনে হয়, নাটকটা প্রতিটি টিনেজারের দেখা উচিত। 

‘রিগ্রেট’ নাটকটি নির্মাণের পেছনে রয়েছে এক মায়ের সংগ্রামের গল্প। নির্মাতা তৌহিদ বলেন, গল্পটি সম্পূর্ণ নারীকেন্দ্রিক। এতে একজন মা ও মেয়ের গল্প বলা হয়েছে। একজন মায়ের সংগ্রাম এ নাটকের প্রধান বিষয়। এতে সমাজের বাস্তবচিত্র ফুটে উঠবে।

তিনি জানান, এটি তার পরিচালিত প্রথম নাটক। সেটি প্রযোজনা করেছেন তার মা। নাটক নির্মাণে সব টাকা দিয়েছেন তিনি।তৌহিদ বলেন, আমার ওপর প্রযোজকেরা কোনো ভরসা পাননি। কিন্তু মা আমাকে সেটা দিয়েছেন। মায়ের অনেক দিনের স্বপ্ন, ছেলে একদিন বড় নির্মাতা হবে। তাই মা তার জমানো সব টাকা দিয়ে বলেন, তুই নাটক বানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *