ভোলাহাটে নতুন ভবনে রূপালী ব্যাংকের কার্যক্রম উদ্বোধন

ভোলাহাট উপজেলা

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে নতুন ভবনে রূপালী ব্যাংক পিএলসি’র কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ২৮ এপ্রিল রবিবার ভোলাহাট উপজেলার মেডিকেল মোড়স্থ বিগ বাজারে রাজশাহী জোনাল অফিসের উপব্যবস্থাপক ও জেনারেল ম্যানেজার মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য মুহ:জিয়াউর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, রাজশাহী মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান আবদুল্লাহ আল মামুদ। এছাড়াও উপস্থিত ছিলেন, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী, ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান, গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন আলী শাহ, দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক চুটু, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক, ভোলাহাট উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ বাবর আলী বিশ্বাসসহ অন্যরা।

উল্লেখ্য রূপালী ব্যাংকটি উপজেলার আম ফাউন্ডেশনে কার্যক্রম পরিচালনা করে আসছিল। এখন থেকে সকল কার্যক্রম মেডিকেল মোড়স্থ বিগ বাজারের নতুন ভবনে পরিচালিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *