স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত । স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে-খাবার খাবো পুষ্টি গুনে’ এই প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ। করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)তাহমিদা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহাবুব হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ আশীষ কুমার দেবনাথ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন, ভোলাহাট প্রেসক্লাব সভাপতি মোঃ গোলাম কবিরসহ অন্যরা। এ সময় পুষ্টি বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৫ম শ্রেনীর ৩শিক্ষার্থীকে পুরুস্কৃত করেন অতিথিরা।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহাবুব হাসান তার স্বাগত বক্তব্যে বলেন, জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪এর মূল লক্ষ্য হলো-দেশের সর্বস্তরের মানুষকে পুষ্টি সম্পর্কে সচেতন করতে হবে। এ লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে গর্ভবতী মায়েদের বিনামূল্যে জিংক ট্যাবলেট সরবরাহ, শিশুদের ভিটামিন এ ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হচ্ছে। পুষ্টিকর ও ভারসাম্যপূর্ণ এবং ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে জনসচেতনতা সৃষ্টিতে সকলকে সমন্বিতভাবে কাজ করে যেতে হবে।
উল্লেখ্য গত ৯ মে থেকে ১৫ মে পর্যন্ত চলে জাতীয় পুষ্টি সপ্তাহ।