ব্যুরো প্রধান,গোমস্তাপুর:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান বুধবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবদুল হামিদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ কাওসার আলী। বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার নুসরাত জাহান, প্রধান শিক্ষক শরীফুল ইসলাম প্রমুখ।পরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের পুরষ্কৃত করা হয়।