স্টাফ রিপোর্টার: ভোলাহাটে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে আন্তর্জাতিক নাসের্স দিবস পালিত হয়েছে।
রোববার সকাল ১০টার দিকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং কর্মকর্তাবৃন্দ ও হাসপাতাল কর্তৃপক্ষের আয়োজনে দিবসটি উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত।
এতে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ মাহাবুব হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার ডাঃ মোঃ রাহাত, নার্সিং সুপারভাইজার মোসাঃ মাহফুজা খাতুন।
এ আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এর পূর্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র্যালি বের হয়ে মেডিকেল মোড়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।