স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চরধমপুর মিস্ত্রীপাড়া গ্রামের দিনমজুর মোঃ ইসমাইল হোসেনের স্ত্রী গৃহবধূ মোসাঃ নার্গিসকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মোঃ হাসিব। দীর্ঘদিন ধরে রক্তের অভাবে গৃহবধূ নার্গিস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন। ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকার পর অবস্থা বেগতিক হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাকে। রক্তের অভাব দেখা দিলে সেখানে চিকিৎসক ৫ব্যাগ এ নেগেটিভ রক্ত ম্যানেজ করতে বলেন। অনেক খোঁজাখুঁজির পর চড়া দামে এক ব্যাগ রক্ত ম্যানেজ করেন। আর রক্ত ম্যানেজ না হলে চিকিৎসক নার্গিসকে বাড়ী ফেরৎ পাঠান। বাড়িতে এসে শারীরিক অবস্থা খারাপ থাকলেও দূর্লভ রক্ত সংগ্রহ হচ্ছিলনা। ব্যাপক প্রচারের পর চৌডালার সাংবাদিক মোঃ হায়দার আলী ও চৌডালার আরএসবিবি মানবসেবা সংগঠনের অর্থ সম্পাদক মোঃ মিজানুর রহমান মুমূর্ষু এ রোগীকে বাঁচাতে শিবগঞ্জ উপজেলার চককর্তী ইউনিয়নের চাঁনপুর গ্রামের মোঃ বজলুর রহমানের ছেলে রক্তের ডোনার মোঃ হাসিব কে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে রক্ত ডোনেট করেন। অসহায় রোগী নার্গিস ও তার স্বজনেরা রক্ত পেয়ে খুব খুশি ও ডোনারসহ রক্তের জন্য যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।