ভোলাহাটে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ

ভোলাহাট উপজেলা

স্টাফ রিপোর্টার:  চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। স্থানীয় সরকার বিভাগের গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসনের আয়োজনে মডেল মসজিদ মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মনিরুজ্জামান।

এতে প্রশিক্ষক ছিলেন, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন ও গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারি সন্ধ্যা রানীসহ অন্যরা। প্রথম দফা রবিবার সোমবার ভোলাহাট ও গোহালবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্যরা অংশগ্রহণ করেন। পরে দ্বিতীয় দফা বুধবার ও বৃহস্পতিবার দলদলী এবং জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদ সদস্যরা অংশ গ্রহণ করেন।

প্রশিক্ষণে গ্রাম আদালতের কার্যক্রমের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিতে গ্রাম আদালতের ভূমিকা আরো কার্যকর করার জন্য সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *