স্টাফ রিপোর্টার: ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ বাবর আলী বিশ্বাস আজ ৬ মে শেষ সময় আনারস প্রতীকে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন। তিনি সন্ধ্যার পর উপজেলার বড়গাছী বাজারে একটি করে আনারস প্রতীকে ভোট প্রার্থনা করেন ভোটারদের কাছে। তিনি বিজয়ী হলে সমান চোখে উপজেলার উন্নয়ন করবেন এমন প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। তিনি বলেন, আমাকে আপনারা নির্বাচিত করলে গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবো। সেবা প্রদানে কারো কাছে কোন বাড়তি সুবিধা নেয়া হবে না। সবার জন্য আমার অফিস উন্মুক্ত থাকবে। আপনাদের কাছে আনারস প্রতীকে ভোট চাই। দয়া করে এলাকার উন্নয়নের স্বার্থে একটি করে ভোট দিয়ে বিজয়ী করবেন বলে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।