স্টাফ রিপোর্টার: ভোলাহাট উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন আয়োজিত মেধাবৃত্তি মূল্যায়ণ/২৩ অনুষ্ঠিত হয়েছে। ১৫ ডিসেম্বর শুক্রবার ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয়ে উপজেলার ৮টি কিন্ডারগার্টেন স্কুলের প্রথম থেকে পঞ্চম শ্রেনীর মোট ২৩৪জন শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ১৫ শতাংশ পরীক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। পরীক্ষা পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ রহমত আলী, উপাধ্যক্ষ মোঃ তাহাজ্জাত হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ হুমায়ন কবির।এ সময় পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মাসুদ রানা জানান, কিন্ডারগার্টেন স্কুলগুলোর শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে উপজেলার কিন্ডারগার্টেন স্কুলগুলো নিয়ে এ্যাসোসিয়েশন তৈরী করা হয়েছে। শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যেই মেধাবৃত্তি মূল্যায়ণ কার্যক্রম শুরু করা হলো। তিনি বলেন, শিশুদের মানসম্মত শিক্ষায় শিক্ষিত করতে এখন অভিভাবকেরাও চান। বিশ্বে প্রতিযোগিতামূলক শিক্ষার দৌড়ে ভোলাহাটকেও পিছিয়ে রাখতে চাইনা। যার কারণে এ্যাসোসিয়েশনের মাধ্যমে আমাদের এ উদ্যোগ বলে জানান।