স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট ও শিবগঞ্জ উপজেলা সীমান্তে পৃথক অভিযানে চার জনকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। অভিযানে ভারতীয় গাঁজা, একটি ব্যাটারি চালিত ভ্যান, মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ভোলাহাট থানার জেকে পোলাডাংগা সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় নদীপথে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ফেরার পথে তিন জন চোরাকারবারীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, গোমস্তাপুর উপজেলার চৌডালা গ্রামের মো. এমতাজুলের ছেলে মো. শামিম হোসেন (২৭), সঞ্জয় কর্মকারের ছেলে শ্রী পলাশ কর্মকার (২৩), শিবগঞ্জ উপজেলার শিবনারায়নপুর গ্রামের মো. ছাত্তারের ছেলে মো. মিজানুর রহমান (২৩)। তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও ভারতীয় ৭০ রুপি উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়েরপূর্বক ভোলাহাট থানায় সোপর্দ করা হয়েছে।
অন্যদিকে একই দিন সকাল সাড়ে ৬টার দিকে শিবগঞ্জের সোনামসজিদ সীমান্তে কানসাট এলাকায় অভিযান চালিয়ে শিবগঞ্জ উপজেলার উমরপুর গ্রামের মো. সেতাবুর রহমানের ছেলে মো. মিজানুর রহমান (২৫) আটক করে বিজিবি। এ সময় তার কাছ থেকে ৩.৭ কেজি ভারতীয় গাঁজা ও একটি ব্যাটারি চালিত ভ্যান জব্দ করা হয়।
মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত অপরাধ দমনে বিজিবি’র তৎপরতা বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে এবং রাষ্ট্রের সার্বিক কল্যাণার্থে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
