স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে এ প্রথম ফিলিং স্টেশন উদ্বোধন করা হয়েছে। বুধবার ( ১৫ অক্টোবর) বেলা ১০ টার দিকে উপজেলার মেডিকেল মোড় হতে শিবগঞ্জ রোডে পল্লী মঙ্গল পলিটেকনিক সংলগ্ন ভোলাহাট ফিলিং স্টেশন চত্বরে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।
ফিলিং স্টেশনের মালিক মো. আব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ভোলাহাট উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুলতান আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ,সাবেক অধ্যক্ষ মাও মোঃ আব্দুল খালেক, ভোলাহাট উপজেলা জামায়াতের আমির মাও. মো. শামসুজ্জামান আলকেস, সেক্রেটারি তৌহিদুর রহমান, জামায়াতের অর্থ সম্পাদক ও খালেআলমপুর মাদ্রাসার সাবেক সহকারী শিক্ষক ক্বারী মাও. মোঃ আলাউদ্দিন, মুন্জুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এরশাদ আলী।পরে মোটরসাইকেলে পেট্রোল বিক্রি করে উদ্বোধন করেন অতিথিগণ।
