ভোলাহাটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল জনসভা 

ভোলাহাট উপজেলা রাজনীতি

স্টাফ রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে উপচে পড়া নেতাকর্মী সমর্থকের ঢলে পরিপূর্ণ ভোলাহাট মোহবুল্লাহ কলেজ মাঠ। ৩ নভেম্বর রবিবার বিকেলে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশাল জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ বেলাল উদ্দিন। প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সহ অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সাবেক উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহতাব উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মিজানুর রহমান মিজু। উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও এমপির একান্ত সহকারী কায়সার আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য সচিব মোঃ  মুনসুর আলী,রহনপুর পৌর বিএনপি নেতা মোঃ আশরাফুল ইসলাম,ভোলাহাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন,দলদলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আলাউদ্দিন,জামবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আফাজুদ্দীন পান্নু মিয়া,উপজেলা বিএনপির মহিলা নেত্রী মোসাঃ রেশমাতুল আরশ রেখা,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আল হেলাল,দলদলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইবনে কাজেম, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান মানিক,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আব্দুস সামাদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মহসিন আরাফাত সানিসহ অন্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *