স্টাফ রিপোর্টার: প্রভাষক মোসা: শাহাজাদী বিশ্বাস উপজেলা মহিলা আওয়ামী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক। দীর্ঘদিন ধরে পারিবারিক ভাবে আওয়ামী রাজনীতির সাথে জড়িত। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত থেকে সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে কাজ করে যাচ্ছেন। বলিষ্ঠ ভূমিকা রয়েছে সর্বত্রই। তিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে অল্প ভোটের ব্যাবধানে পরাজিত হন। এবার দূর্বার গতিতে তাঁর কাজের অগ্রগতি তুলে ধরে ভোটারদের মন জয় করতে অবিরাম ছুটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে।
হাঁস প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। তিনি জয়যুক্ত হয়ে উপজেলার স্বাস্থ্য, শিক্ষা,কৃষি, বাল্যবিয়ে বন্ধ, নারী উন্নয়ন, দরিদ্র অসহায় পরিবারের মুখে হাসি ফুটাতে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন। তিনি উপজেলার চার ইউনিয়নের ৮৬ হাজার ভোটারের কাছে ভোট প্রার্থনা করেছেন। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোসা: শাহাজাদী বিশ্বাস বলেন, আমাকে নির্বাচিত করলে ভোলাহাটবাসির সর্বিক উন্নয়নে নিরলস কাজ করে যাবো। তিনি তাঁর হাঁস মার্কা প্রতীকে প্রত্যেক ভোটারের কাছে ভোট প্রার্থনা করেছেন।