স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৭ জুলাই বুধবার দুপুরে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের উন্নয়ন প্রকল্পের আওতায় ” স্মার্ট বাংলাদেশ স্মার্ট কৃষি” স্লোগানকে সামনে রেখে তিনদিন ব্যাপী মেলার হয় সমাপ্তি হয়।
সমাপনী দিনে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোসাঃ সুবর্ণা খাতুন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আশীষ কুমার দেবনাথ । উদ্ভিদ সংরক্ষণ উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আক্তারুল ইসলামের সঞ্চালনায় বিভিন্ন নার্সারির মালিকগণ এবং উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।
কৃষি প্রযুক্তি মেলার মোট ২৪ টি স্টলকে পুরুস্কৃত করেন অতিথিরা। গত ১৫ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত মোট তিন দিন ব্যাপী উপজেলা পরিষদ চত্বরে এ মেলা চলে।