স্টাফ রিপোর্টার: ভোলাহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল গাফফার মুকুলের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
২ মে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মুনিরুদ্দিন মুন্টু। এ সময় উপজেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধা ও মৃত্যু বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের উপস্থিতিতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল গাফফার মুকুল। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোঃ তৈমুর রহমান, দলদলী ইউনিয়ন কমান্ডার মোঃ মেশের আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ সেতাউর রহমান, মোঃ আনসার আলীসহ অন্যরা।
এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী তাঁর ঘোড়া প্রতীকে আগামী ৮ মে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দেয়ার আহ্বান জানান।