স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় ১৯৬৫ সালে স্থাপিত বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয় এখন ৬০ বছরে। শিক্ষার্থীদের ভালো ফলাফল করে উপজেলা ও জেলায় ১ম স্থান অধিকার করা ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীগণের সমন্বয়ে একটি রিইউনিয়ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২ এপ্রিল বুধবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় দিনটি। সকাল সাড়ে ৭টার সময় অভ্যর্থনা ও শুভ উদ্বোধন ঘোষণার পর বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে বিদ্যালয় চত্বরে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ ফরিজুদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাইসিন গ্রুপের কর্ণধার আলহাজ্ব মোঃ মিজানুর রহমান। মোটিভেশনাল স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ মু. যহুর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ মোঃ দবিরুদ্দিন মিন্টু, ভোলাহাট সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জামাল উদ্দিন, ভোলাহাট মোহবুল্লাহ কলেজের অধ্যক্ষ মোঃ রহমত আলী, বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক মোঃ মতিউর রহমান, মোঃ নুরুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক মোঃ আব্দুল বারী।সাবেক ছাত্র মোঃ মেহেদী হাসান কমলের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক শিক্ষার্থী মোঃ মাহবুব আলম, মোঃ মিজানুর রহমান,মোঃ আখতারুল ইসলাম বুলু, আসিক আহমেদ, সহকারী শিক্ষক মোঃ মশিউর রহমান মাসুদসহ অন্যরা। বক্তব্য শেষে অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আয়োজকেরা। আলোচনা সভার পর ২ পর্বে সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটির সমাপনী ঘোষণা করা হয়। উল্লেখ্য অনুষ্ঠানে প্রায় ৩ হাজার সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী সরকারের উচ্চ পর্যায়ে কর্মরত আছেন। এছাড়াও শিল্পপতিসহ বেসরকারি পর্যায়ে কর্মরত আছেন।