রহনপুরে ভারপ্রাপ্ত অধ্যক্ষর বিরুদ্ধে  ক্ষমতার অপব্যবহার, অনিয়ম-দুনীতির প্রতিবাদে মতবিনিময় সভা 

গোমস্তাপুর উপজেলা

নুর মোহাম্মদ,গোমস্তাপুর : রহনপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুল্লাহর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার,অনিয়ম-দুনীতির প্রতিবাদে মতবিনিময়  সভা অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসী গত সোমবার সন্ধ্যা সাতটায় রহনপুর ধুলাউড়িস্থ জামিলের চাতালে এই মতবিনিময় সভা করেছেন। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন গোলাম মর্তুজা। বক্তব্য রাখেন কলেজ প্রতিষ্ঠাকালীন সাবেক অধ্যক্ষ মজিবুর রহমান, সাবেক ব্যাংক কর্মকর্তা মুসাহাক আলি,ইলিয়াস আলী, সাইদ আলি, হাবিবুর মন্ডল, আঃ কাদের প্রমুখ। বক্তারা বলেন, ক্ষমতার অপব্যবহার করে কলেজের তিনজন প্রভাষক  ও একজন অফিস সহকারি কে চাকরিচুত্য  করেন। মনগড়া পকেট কমিটির মতো ম্যানেজিং কমিটি গঠন করেন এবং কলেজের তহবিল তছরুপ সহ টাকা নিয়ে  দুইজন খন্ডকালীন শিক্ষক নিয়োগ,  আরো অনেক অভিযোগের প্রেক্ষিতে এই  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয। এ সমস্ত অভিযোগের প্রেক্ষিতে  গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর  প্রতিকার চেয়ে অভিযোগ করেন ৷ রহনপুর পৌর এলাকার এক নাম্বার ওয়ার্ড  ধুলাউড়ি মহল্লার সচেতন নাগরিকদের স্বাক্ষরিত  লিখিত অভিযোগ প্রদান করেন এলাকাবাসী।  এই অভিযোগের পরিপ্রেক্ষিতে  আগামী ২ মে বৃহস্পতিবার ওই হোমিওপ্যাথিক কলেজে  উপজেলা সমাজসেবা অফিসার  তদন্ত করতে যাবেন বলে বিশ্বস্ত  সূত্র জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *