স্টাফ রিপোর্টার: ভোলাহাটে গোয়াল ঘরে আগুন লেগে ৩ টি গরু ও ৬ টি ছাগল পুড়ে ভস্মাীভূত হওয়ায় দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক চুটু আর্থিক সহায়তা প্রদান করেছেন। সোমবার (৪ মার্চ) উপজেলার ময়ামারী গ্রামে গিয়ে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত আশরাফুলের মেয়ে পারভীন, জাক্কার আলীর ছেলে সায়েদ আলী, সায়েদ আলীর ছেলে হুসেন আলী,সায়েদ আলীর ছেলে হাসান আলীকে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় ৩ নং ওয়ার্ড সদস্য মোঃ জুয়েল, শিক্ষক মোঃ আতাউর রহমান, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরশ রেখাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ২ মার্চ দিবাগত রাত পৌণে১ টার দিকে উপজেলার ময়ামারি গ্রামের আবু সাঈদের বাড়িতে আগুন লাগলে তার ছেলে ও মেয়ের ৩টি গরু,৬টি ছাগল, হাস- মুরগিসহ বাড়ীর যাবতীয় পুড়ে ছাই হয়ে যায়।