ভোলাহাটে বিএনপির বিজয় র‌্যালী অনুষ্ঠিত

জাতীয় ভোলাহাট উপজেলা রাজনীতি সারা দেশ

স্টাফ রিপোর্টার:চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা বিএনপির আয়োজনে ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি বিজয় র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে কলেজ মোড়ের ফায়ার সার্ভিস স্টেশন থেকে শুরু হয়ে র‌্যালীটি উপজেলা আম চত্বরে শেষ হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ভোলাহাট উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব মোহা. ইয়াজদানী আলীম আল রাজী জর্জের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, চাঁপাইবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মো. রফিকুল ইসলাম (চাইনিজ)। তিনি বলেন, ‘আজকে আমাদের দলের মধ্যে মূলধারা যেদিকে থাকবে আমাদের সে দিকে থাকতে হবে। মূলধারার বাইরে বহিস্কৃত নেতা ব্লকলিষ্টের নেতারা বিভিন্ন ভাবে বিভ্রান্ত তথ্য দিয়ে আপনাদের ধোঁকা দেওয়ার চেষ্টা করছে।’তিনি নেতা কর্মীদের বলেন, আপনারা কোনো ধরণের বিভ্রান্তে না পড়ে যারা সঠিক সিদ্ধান্তে আছে, সঠিক ভাবে যারা রাজনীতি করছে, যাদের কাছে কমিটি আছে, যাদেরকে তারেক রহমান দায়িত্ব দিয়েছেন তাদের সাথে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবেন।

অন্তবর্তীকালীন সরকারের সমালোচনা করে রফিকুল ইসলাম চাইনিজ বলেন, এই দিনে ছাত্র-জনতার রক্তক্ষয়ি যুদ্ধের মাধ্যমে দেশকে পুনরুদ্ধার করা হয়েছিল। আমরা পুনরুদ্ধার করে মনে করেছিলাম এ দেশ আবার স্বাধীন হয়েছে। কিন্তু আমরা দেখলাম- এই অন্তবর্তীকালীন সরকার আওয়ামীলীগ যে পথে হেঁটেছিল গুটি কয়েক দলকে নিয়ে সেই পথে হাঁটছে। বারবার নির্বাচনকে পেছানোর ষড়যন্ত্র করছে।

ভোলাহাট উপজেলা বিএনপি সভাপতি মোহা. ইয়াজদানী আলীম আল রাজী জর্জের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদেরের সঞ্চালনায় বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. আব্দুস সুবহান মাষ্টার, সিনিয়র সদস্য মু. মোজাম্মেল হক চুটু, সাংগঠনিক সম্পাদক মো. করিমসহ অন্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *