স্টাফ রিপোর্টার: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চাঁপইবনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির। তিনি ভোলাহাট উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্বপালন করছেন। তার দীর্ঘ রাজনীতির অভিজ্ঞতাকে কাজে লাগাতে এবারের ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হতে চান তিনি।
এলাকার মানুষের জন্য তার সামাজিক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত এবং বেগবান করাই তার ইচ্ছা। তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে নিজেকে জড়িয়ে রেখেছি। দলের দু:সময়েও মাঠে থেকে কাজ করেছি। তাছাড়া আমি বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। সব সময় চিন্তা দলের জন্য কাজ করার। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা নতুনদের নেতৃত্বে নিয়ে আসছেন। তাই আমি নির্বাচনে জয়ী হলে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়ন করতে চাই।