স্টাফ রিপোর্টার: ভোলাহাটে গোয়াল ঘরে আগুন লেগে ৩ টি গরু ও ৬ টি ছাগল পুড়ে ভস্মাীভূত হয়েছে। শনিবার (২ মার্চ) দিবাগত রাত পৌণে১ টার দিকে উপজেলার ময়ামারি গ্রামের আবু সাঈদের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গতরাতে হঠাৎ করেই ওই বাড়ির গরুর ঘরে আগুন জ্বলে ওঠে। মুহূর্তে সারা ঘরে আগুণ ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে ৩ টি গরু ও ৬টি ছাগল মারা যায়।
ভোলাহাট ফায়ার সার্ভিস জানান, মশার কয়েল থেকে অগ্নিকান্ডের সূত্রপাত। আমরা যেয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে ঘরের মধ্যে আগুন থাকায় গবাদি পশু গুলো বের করতে না পারায় তটি গরু ও ৬টি ছাগল পুড়ে যায়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।