স্টাফ রিপোর্টার: চৌডালা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি চৌডালা দিয়ারা পাড়া নিবাসী প্রবীন আওয়ামীলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান আনসারুল্লাহ হক (৭৪) শুক্রবার সকাল ১০, ৩০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন ইন্না-লিল্লাহ ওয়াইন্নাইলাহে রাজেউন।
তার জানাজার নামাজ চৌডালা দিয়ারাপড়া ঈদগাহ মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় স্মৃতি চারনমুলক বক্তব্য রাখেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি এবং চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের সংসদ সদস্য জিয়াউর রহমান, সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মন্ডল, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, নিহতের ভাই প্রভাষক শরিফুল ইসলাম প্রমুখ। মৃত্যু কালে স্ত্রী এক ছেলে এক মেয়ে সহ আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জানাজা শেষে বালুটুঙ্গি পারিবারিক গোরস্থানে দাফন করা হয় ।