স্টাফ রিপোর্টার: করবো বীমা গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ শ্লোগান কে সামনে রেখে জাতীয় বীমা দিবস উদযাপন উপলক্ষে উদ্ধুদ্ধকরন সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা।
প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা। বক্তব্য রাখেন চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, জীবন বীমা করপোরেশন রহনপুর শাখা ইনচার্জ মজিবুর রহমান, প্রইম লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিঃ রহনপুর শাখা ডিজিএম ইনচার্জ আব্দুল্লাহ আল ইমাম, ডেল্টা লাইফ ইন্সুইরেন্সের ইউনিট ম্যানেজার রহনপুর শাখা আতাউর রহমান প্রমুখ। আলোচনা শেষে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।