রহনপুরে দুর্ধর্ষ ডাকাতি থানায় এজাহার দায়ের

গোমস্তাপুর উপজেলা

স্টাফ রিপোর্টার,গোমস্তাপুর: গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার (রহমত পাড়া)   বেলদার পাড়ায়   গত শুক্রবার গভীর রাতে দুর্ধর্ষ   চুরির ঘটনা ঘটেছে ।  ঘটনার পর ইসমাইল হোসেন বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন । থানার এজাহার সূত্রে জানা যায়,  প্রতি দিনের মত খাবার খেয়ে  বাড়ির পরিবারের সদস্যদের নিয়ে  ঘুমিয়ে পড়েন । রাত সাড়ে ৩টার দিকে  ইসমাঈলের মেয়ে ঘরের ভিতরে একটি আওয়াজ হয়  তখন একটি লোক দৌড়ে  পালিয়ে যায়  তারপরে দেখে তারা বাড়ির সব জিনিসপত্র ছড়িয়েছিটিয়ে আছে। ইসমাইল জানাই  আলমারিতে থাকা  ৬০ হাজার টকা, একটি  স্বর্ণের অন্য মানুষের  মালা , একটা চেন, একজোড়া কানের দুল, একটি আংটি, একটি অ্যান্ড্রয়েড মোবাইল  চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য  ৫ লক্ষ ৭৩ হাজার টকা। এবিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান এজাহার পেয়েছি অধিকতর তদন্ত চলছে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *