স্টাফ রিপোর্টার: একুশে পদক প্রাপ্ত মোঃ জিয়াউল হক এর সংবর্ধনা ও গোমস্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম এর অবসর জনিত বিদায়ী সংবর্ধনা এবং ক্রিড়া ও সংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার সকাল এগারোটায় কেয়ার ইউনিট আয়োজনে প্রসাদপুর কামিল মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস।
বক্তব্য রাখেন একুশে পদক প্রাপ্ত জনাব মোঃ জিয়াউল হক,সদ্য বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, অবঃ শিক্ষক আঃ কায়উম, প্রসাদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ আঃ হাই সিদ্দিকি, সহ- কারি অধ্যাপক ড. কামরু হুদা,রহনপুর দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট সোলাইমান আলী, উপস্থিত ছিলেন জিয়াউল হকের সহধর্মিনী ফোরিদা হক প্রমুখ। আলোচনা শেষ ক্রিড়া ও সংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়িদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।