নাচোল উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা  অনুষ্ঠিত

নাচোল উপজেলা

মোঃ মনিরুল ইসলাম, নাচোল:  চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে নেজামপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে কামার জগদইল গ্রামে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বর্ধিত সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দলের সমর্থিত প্রার্থী আব্দুল কাদের।

এছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, নাচোল উপজেলা সামাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক আবুল কাশেম, গ্রীনভ্যালী একাডেমীর পরিচালক ইকবাল হোসেন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সালাম, নেজামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সিফাত উদ্দিন সহ বিভিন্ন এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণেরাও উপস্থিত ছিলেন। বর্ধিত সভায় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল কাদের দলমত নির্বিশেষে সবার কাছে ভোট প্রার্থনা করেন। এবং প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরেন। ম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *