স্টাফ রিপোর্টার: ভোলাহাট উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে দলদলী ইউনিয়নের দরিদ্র মানুষের মাঝে লুঙ্গী ও শাড়ি বিতরণ করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা জাময়াতের সহকারী সেক্রেটারি ড. মিজানুর রহমান। উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও আগামী নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ লোকমান আলি, উপজেলা জামায়াতের আমীর ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওঃ শামসুজ্জামান আলকাশ, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম, জামায়াত নেতা মাওঃ ক্বারী আলাউদ্দিন, মোঃ গোলাম কবির গোলাপসহ অন্যরা।
দলদলী ইউনিয়নের ৩০ জনের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। পর্যয়ক্রমে প্রত্যেক ইউনিয়নের দরিদ্র মানুষের মাঝে বিরতণ করা হবে বলে জানান।