মোঃ সফিকুল ইসলাম, নাচোল: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে।
নিহত যুবক হলেন, নাচোল থানার ফতেপুর ইউনিয়নের নয়াদিয়াড়ী গ্রামের সাদেক আলীর ছেলে আবুল কালাম আজাদ(২৮)।
নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার (১৫সেপ্টেম্বর) আনুমানিক দুপুর ১টা ৩০ মিনিটের দিকে ভিক্টিম নিজ বাড়ি হতে পালসার মোটর সাইকেল যোগে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার পথে ফতেপুর গ্রামস্থ জনৈক জালাল উদ্দিনের বাড়ীর সামনে চাঁপাইনবাবগঞ্জ হতে আসা একটি ট্রাক যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রো-ট-২০-০৩৬৫ এর সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। ট্রাকের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে। স্থানীয় লোকজন ট্রাকটি আটক করেছে। ঘটনাস্থলে নাচোল থানা পুলিশ উপস্থিত আছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
