মোঃ মনিরুল ইসলাম, নাচোল: ফল বাগানমালিকদের মধ্যে কৃষি কার্ড চালুর দাবি জানিয়েছে চাঁপাই নবাবগঞ্জের নাচোল ফলচাষি কল্যাণ সমিতি। ৩ ফেব্রুয়ারি শনিবার আয়োজিত উদ্যোক্তা সমাবেশে এ দাবি জানায় সংগঠনটি। রাজশাহীর গোদাগাড়ীর সাফিনা পার্কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বনভোজনের আয়োজন করে কল্যাণ সমিতি। সমাবেশে এ দাবি ছাড়াও কল্যাণ সমিতির সদস্যরা তাদের বাগানে ব্যবহৃত পানির মটরের বৈদ্যুতিক মিটারের বিল বাণিজ্যিকের পরিবর্তে শিল্প বা কৃষি হিসেবে পরিবর্তনের দাবি জানান। এছাড়া ফল রপ্তানির প্রক্রিয়া সহজীকরণসহ সবাই যেন রপ্তানির সুযোগ পান, সে পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক বুলবুল আহমেদ, সদর উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার ও নাচোল উপজেলা কৃষি অফিসার সলেহ আকরাম।
এতে সভাপতিত্ব করেন ফলচাষি কল্যাণ সমিতির সভাপতি সাদিকুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন সমিতির সিনিয়র সদস্য মো. খোবায়ের আলী। অন্যদের মধ্যে বক্তব্য দেন– কীটনাশক কোম্পানির আরএসএম শামছুল আলম, ফলচাষি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মতিউর রহমান, সহ-কোষাধ্যক শউকরউদ্দঈন, সিনিয়র সদস্য হারুন অর রশিদ, সাধারণ সদস্য সাদিকুল ইসলাম ও অহাব আলীসহ আরো অনেকে।
শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পীরা। উল্লেখ্য, ফল বাগানের নিরাপত্তা নিশ্চিতকরণ, সেচ ব্যবস্থা সহজীকরণ, টেকসই ও বিজ্ঞানভিত্তিক লাভজনক ফলচাষ পদ্ধতি উদ্ভাবন ও বাস্তবায়ন, ফল সংরক্ষণ ও ন্যায্য দামে বিক্রির যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের লক্ষে বাগানমালিকদের নিয়ে’নাচোল ফলচাষি কল্যাণ সমিতি’ গঠন করা হয়।