চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক কল্যাণ তহবিলের প্রীতি ক্রিকেট ও ফুটবল খেলা অনুষ্ঠিত

নাচোল উপজেলা

স্টাফ রিপোর্টার: “সুস্থ শরীর, সতেজ মন, খেলা আর বিনোদন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের (নাচোল, গোমস্তাপুর ভোলাহাট) তিন উপজেলা নিয়ে গঠিত সাংবাদিক কল্যাণ তহবিলের প্রীতি ক্রিকেট ও ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের ন্যায়, এবছরের আজ শনিবার কল্যাণ তহবিললের আয়োজনে, নাচোল রেলস্টেশন মাঠে দিনব্যাপী প্রিতি ক্রিকেট ও ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

তিন উপজেলার সাংবাদিকদের দুইটি দল রয়েছে, লাল ও সবুজ দল। তার মধ্যে লাল দলের দিক থেকে নাচোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান এবং সবুজ দলের দিক থেকে খেলায় অংশগ্রহণ করেন ওসি তারেকুর রহমান সরকার। দুই দলের মধ্যে দিনব্যাপী উৎসব মুখর পরিবেশে শেষ হয় খেলাধুলাটি।

খেলা শেষে দুইজন ম্যান অব দ্যা ম্যাচকে ট্রফি এবং অতিথি বৃন্দদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। খেলায় সভাপতিত্বে করেন কল্যাণ তহবিলের সভাপতি আসাদুল্লাহ আহমেদ। এসময় নাচোল উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন সহ তহবিলের সকল সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *