গোমস্তাপুর (চাঁপাই নবাবগঞ্জ) প্রতিনিধিঃ কমিউনিটি ক্লিনিক পর্যায়ে ঘরে বসে তৈরি শিশুর পরিপুরক খাবার বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেলা বারোটায় ওই এলাকার মা ও শিশুদের নিয়ে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলার পার্বতী ইউনিয়নে আনারপুর কমিউনিটি ক্লিনিকে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গোমস্তাপুর আয়োজনে ও বাস্তবায়ন জাতীয় পুষ্টিসেবা এন এন এস সহযোগিতায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আঃ হামিদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, ইপিআর মনিরুল ইসলাম, সি এইচ সিপি গোলাম মওলা, এফ ডাব্লিউ এ উম্মে কুলসুম প্রমুখ। আলোচনা শেষে বাচ্চাদের মাঝে ডিম ও সবজি খিচুড়ি পরিবেশন করা হয়।