গোমস্তাপুরে শিক্ষকদের মানববন্ধন স্মারকলিপি প্রদান

গোমস্তাপুর উপজেলা শিক্ষা

ব্যুরো প্রধান,গোমস্তাপুর:প্রাথমিক ও গণশিক্ষা  মন্ত্রণালয় এবং  অর্থ মন্ত্রণালয়  প্রদত্ত  প্রতিশ্রুতি সহকারি  শিক্ষকদের তিনটি দাবি গ্রেড   উন্নতিকরণ , শতভাগ পদোন্নতি  ১০ ও ১৬ বছর পুর্তিতে উচ্চতর গ্রেড জটিলতা নিরসনে দ্রুত   বাস্তবায়নের লক্ষ্যে মাননীয় প্রধান   উপদেষ্টার  দৃষ্টি আকর্ষণের  লক্ষে উপজেলা নির্বাহী অফিসার  মাধ্যমে স্মারকলিপি প্রদান  করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
সহকারী শিক্ষকরা । বুধবার দুপুর তিনটায়  গোমস্তাপুর উপজেলা চত্বরে মানববন্ধন  শেষে  স্মারকলিপি প্রদান করা হয় । মানববন্ধনে বক্তব্য রাখেন  আলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক  মোঃ রুহুল আমিন শিহাব,  সহকারী  শিক্ষক রুহুল আমিন, সাদিকুল ইসলাম, নাজমী খাতুন, উম্মে আবেহা, হারুন অর রশিদ, বজলুর বারী, খাইরুল বারী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *