আপনারা রাতে ঘুমান, আর আমরা রাত জেগে ডিউটি করি: ওসি তারেকুর রহমান

নাচোল উপজেলা

মোঃ মনিরুল ইসলাম, নাচোল: আপনারা রাতে আরামে ঘুমান, আর আমরা রাত জেগে ডিউটি করে বেড়ায়, চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এ কথা বলেন অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার। ৫ ফেব্রুয়ারি সোমবার রাত সাড়ে ৮টার দিকে নেজামপুর বাজার সংলগ্ন আলিম মাদরাসা কক্ষে বাজার ব্যবসায়ী সমিতির প্রায় দেড়শত সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এসময় এসআই জামিরুল, এএসআই মিজানুর, নেজামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য আবু তাহের, বাজার ব্যবসায়ী সমিতির (সাবেক) সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। নেজামপুর বাজার ব্যবসয়ীদের উদ্দেশ্যে তারেকুর রহমান বলেন, আপনারা আবার নতুন কমিটি গঠন করে, প্রতিদিন যথাযতো ভাবে বাজারে ডিউটি করেন। যাতে করে কোন ধরনের চুরির ঘটনা না ঘটে।

পাশাপাশি বাড়ি পরিবারের ছেলেমেয়েদের লেখাপড়া, মোবাইল গেমস খেলা, নেশা পান, গরু, ছাগল চুরি, বাল্যবিবাহ, মাদক, ছেলে মেয়েরা রাতভর ঘরের বাইরে যেন না থাকে সে বিষয়ে অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভাবে দ্বায়ীত পালনের আহ্বান করেন অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার। তিনি আরও বলেন, আমরা কজন পুলিশ, আপনারা হাজার হাজার মানুষ, আপনারা যদি আমাদের সহযোগিতা না করেন, তাহলে আমাদের দ্বারা শাসন করা অসম্ভব হয়ে পড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *