মোঃ মনিরুল ইসলাম, নাচোল: চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫ জন মাদকসেবীকে আটক করেছে। আটককৃতরা হলেন, উপজেলার নেজামপুর ইউপির হাটবাকইল গ্রামের মুসলেমউদ্দীনের ছেলে আলমগীর হোসেন(৫০), একই গ্রামের মৃত কাদির বক্সের ছেলে ফরহাদ হোসেন(৩০), রফিকুল ইসলামের ছেলে কাবুল ইসলাম(২০), মৃত বহার আলীর ছেলে সনোয়ার হোসেন(৪২) ও নাচোল ইউপির হাঁকরইল গ্রামের রজব আলীর ছেলে ওয়াসিম আলী(৩৯)। নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানে গত ১৬ সেপ্টেম্বর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোলাইমদ সেবনকারী ৫জনকে আটক করা হয়। আজ বুধবার তাদের মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ধারাবাহিক ভাবে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
