মোঃ মনিরুল ইসলাম নাচোল :চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা এনজিও আশা’র ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
এনজিও আশা’র আয়োজনে আজ
সোমবার সকাল ১০টার দিকে উপজেলার
সোনাইচন্ডি বাজারের স্থানীয় কার্যালয়ে সংস্থার আঞ্চলিক ব্যবস্থাপক আশরাউল হকের সভাপতিত্বে ফ্রী মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্য রাখেন কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সোনাইচন্ডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালাম, বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক ওবাইদুর রহমান।
এসময় কসবা ইউপির ওয়ার্ড সদস্য আব্দুর রশিদ, হারুনর রশিদসহ এলাকার প্রায় শতাধীক সেবাগ্রহিতা রোগী উপস্থিত ছিলেন।
আঞ্চলিক ব্যবস্থাপক আশরাউল হক বলেন, বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এনজিও আশা’র এ শাখা থেকে এলাকার গর্ভবতী, শিশু, বৃদ্ধ, ডায়াবেটিস, প্রেগনেন্সী ও নেবুলাইজেশন এবং অষুধের প্রকৃত মূল্যের ১০% ছাড়ে বিক্রয় করে মানুষের বিশেষ স্বাস্থ্য সেবা কার্যক্রম আজ থেকে অব্যাহত থাকবে।