স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভায় প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে দীর্ঘ ৪ কিলোমিটারের ১৫টি আরসিসি সড়ক নির্মাণ ১৪৫টি সড়ক বাতি স্থাপনের কাজ শুরু হয়েছে। শুক্রবার বিকেলে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই আরসিসি সড়ক নির্মাণ ও সড়ক বাতি স্থাপন কাজের উদ্বোধন করেন চাপাই নবাবগঞ্জ ০২ আসনের সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন ও উপসহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আঃ মজিদ, কাউন্সিলার আঃ রাজ্জাক মন্টু নুরুল ইসলাম সিরাজ, মোহসীন আলী, গোলাম নবী মাসুম, মোস্তাফিজুর রহমান জেম,শফিকুল ইসলাম, সহ স্থানীয় আওয়ামী নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন
Post Views: 153