স্টাফ রিপোর্টার: ২০২৩- ২৪ অর্থবছরে রবি / ২০২৩- ২৪ কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খমার যান্ত্রিকরণের মাধ্যমে বোরো ধানের হাইব্রিড জাতের সমলয় চাষাবাদের নিমিত্তে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র দ্বারা ধানের চারা রোপন কর্মসুচির উদ্বোধন করা হয়।
গোমস্তাপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজনে বৃহস্পতিবার বেলা বারো টায় উপজেলার রাধানগর ইউনিয়নের লেবুডঙ্গা সাগরইল ব্লকে এই চারা রোপন কার্যক্রম উদ্বোধন করে উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা।
প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নহু, সহকারী কমিশনার ভুমি জান্নাতুল ফেরদৌস রাধানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিউর রহমান খান বক্তব্য রাখেন মনিটরিং অফিসার শাহ মোহাম্মদ সাইদুর রহমান, উপজেলা কৃষি অফিসার তানভির আহমেদ সরকার, উপজেলা , সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আঃ রাজ্জাক উপসহকারি কৃষি কর্মকর্তা আঃ রাকিব, কৃষক সাদেকুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপসহকারী কর্মকর্তা আল ফুয়াদ, গানিউল হক, ফজলুর রহমান, আবু কালাম। এই ব্লকে মোট একশত পঞ্চাশ বিঘা জমিতে রাইস ট্রান্সপ্লান্টার মেশিন দারা ধান রোপন করা হবে। এছাড়া ভুর্তকির মাধ্যমে রাইস ট্রান্সপ্লান্টার একটি মেশিন বিতরণ করা হয়।