ব্যুরো প্রধান ,গোমস্তাপুর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে রহনপুর বেগম কাচারি এমপির অফিসে। এখানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্য দান করা হয়। রহনপুর বেগম কাচারিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আজাহার আলী মন্ডল। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মন্ডল, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, চৌডালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, স্যামিউল আলম স্যামল, সাবেক চেয়ারম্যান তরিকুল। আলোচনা শেষে বঙ্গবন্ধু সহ তার পরিবার বর্গের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।