স্টাফ রিপোর্টার: ভোলাহাট উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বোরো ধান রোপণ উদ্বোধন করা হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরের রবি মৌসুমে বোরো ধানের সমলয়ে চাষাবাদের ৫০ একর ব্লক প্রদর্শনী রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম।
দলদলী ইউনিয়নের ধরবান বিলে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ দবির, ওসি সমর কুমার, দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক চুটু, মনিটরিং ও ইভ্যালুয়েশন অফিসার মোঃ সাইদুর রহমান শাহ। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী। এ সময় তথ্য প্রযুক্তির মাধ্যমে অল্প সময়ে কম খরচে ধান উৎপাদন করা যায় বলে উপস্থিত কৃষকদের উদ্দেশ্য বক্তারা বক্তব্য রাখেন।