স্টাফ রিপোর্টার: ভোলাহাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১৯ জানুয়ারি শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলা বিএনপির দলিয় কার্যালয় থেকে কলেজ মোড়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভোলাহাট উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় মোবাইল ফোনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম, বিএনপি নেতা মোঃ আলাউদ্দিন, নারী নেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ রেশমাতুল আরশ রেখা, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মিজানুর রহমান মিজু, জেলা যুবদলের সদস্য সচিব মোঃ গোলাম কিবরিয়া সাওন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মুনসুর আলী, উপজেলা যুবদল নেতা কামরুজ্জামান মনিক মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কায়সার আহমেদ, ছাত্রদল নেতা মোঃ মহসিন আলীসহ সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার সুস্থ্য কামনা করে দোয়া মোনাজাত করা হয়।