স্টাফ রিপোর্টারঃ “ভালোবাসার উষ্ণতা নিয়ে শীতার্ত মানুষের পাশে” স্লোগানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে ভোলাহাট উপজেলা সাব রেজিস্ট্রার অফিস। বাংলাদেশ রেজিস্ট্রার সার্ভিস এসোসিয়েশনের আয়োজনে ১৬ জানুয়ারি মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের সামনে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপজেলা সাব রেজিস্ট্রার কর্মকর্তা বিদ্যুৎ কুমার, ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক ভোলাহাট সংবাদের প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম কবিরসহ সাব রেজিস্ট্রার অফিসের কর্মচারীরা উপস্থিত ছিলেন। এসময় উপজেলার বিভিন্ন এলাকার ১’শ শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) প্রদান করা হয়।