স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মো: রাশেদুল ইসলামের সাথে তাঁর কার্যালয়ে ভোলাহাট প্রেসক্লাব নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত করেছেন।
২৫ অক্টোবর বুধবার সকাল ১০ টার দিকে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাতকালে তিনি বলেন, ৩৫তম বিসিএসে চাকুরিতে যোগদান করেন। তাঁর জন্মস্থান সিরাজগঞ্জ জেলায়। তবে এখন বগুড়ায় স্থায়ী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে পড়াশোনা করেন। পদায়ণ করে ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন ১৮ অক্টোবর। তিনি সরকারের উন্নয়নের সকল এজেন্ডা ভোলাহাটবাসির সকল শ্রেনী পেশার মানুষের সহযোগিতা নিয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। সৌজন্য সাক্ষাৎকালে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী, ভোলাহাট ও গোহালবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান, মোঃ ইয়াসিন আলী শাহ, ইসলামী ফাউন্ডেশন সুপার ভাইজার মোঃ শাহাদাত হোসেন, ভোলাহাট প্রেসক্লাব সভাপতি মোঃ গোলাম কবির, সাবেক সভাপতি মোঃ তাজাম্মুল হক আরাফাত, মোঃ রবিউল ইসলাম, প্রচার সম্পাদক আলি হায়দার ও সাংবাদিক মোঃ জামিল হোসেন উপস্থিত ছিলেন।