স্টাফ রির্পোটার: ভোলাহাট উপজেলার ফুটানি বাজার টিম এলেভেন(একটি অরাজনৈতিক) স্বেচ্ছাসেবী সংগঠন শীর্তাথের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। ১৪ জানুয়ারী বিকেলে ফুটানী বাজারে ভোলাহাট সদর ইউনিয়নের ফুটানী বাজার সংলঘন এলাকার প্রায় ৬০জন দরিদ্র শীর্তাথ মানুষের মাঝে স্বেচ্ছাসেবী এ সংগঠনের নিজস্ব অর্থায়ণে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী শিক্ষক মোঃ রানাউল ইসলাম। প্রধান অতিথি ছিলেন, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ রেজাউল করিম বাবলু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মোঃ আক্তারুল ইসলাম, মোঃআজিজুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য মোসাঃ লাইলী বেগম। আরও উপস্থিত ছিলেন বি এম রুবেল আহমেদসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ রবিন বিশ্বাস।