আলি হায়দার: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার গোহালবাড়ী ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করে লাইসন্সেবিহীনভাবে ইটভাটা পরিচালনার দায়ে সেভেন স্টার ব্রিকসকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড এবং ইয়াবা সেবনের অপরাধে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১১টার দিকে ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান এই অভিযান পরিচালনা করেন। সেভেন স্টার ব্রিকস নামের ইটভাটা প্রয়োজনীয় পরিবেশগত ছাড়পত্র ও লাইসেন্স ব্যতীত ইট উৎপাদন ও বিক্রয় করছিল। ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। পরবর্তীতে হলদেগাছি এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ইয়াবা সেবনের অপরাধে আটক করা হয়। মোবাইল কোর্টে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারী কাউকে ছাড় দেওয়া হবে না।
