স্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলাহাটের ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে।
উপজেলার চারটি ইউনিয়নে ৩৭টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত চলছে। এসব কেন্দ্রে মোট ভোটার সংখ্যা রয়েছে ৮৪ হাজার ৭’শ ৮৩ জন। সরজমিনে বেশ কিছু ভোট কেন্দ্র বীরশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বীরশ্বরপুর বালিকা উচ্চ বিদ্যালয়, আলালপুর, মুশরীভূজা স্কুল এন্ড কলেজে ভোটার উপস্থিতি কম দেখা যায়। এছাড়া রামেশ্বর উচ্চ বিদ্যালয়, তাঁতীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বজরাটেক সবজা উচ্চ বিদ্যালয়, বজরাটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার উপস্থিতি দেখা গেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ে কোথাও কোন সহিংস ঘটনা ঘটেনি। সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। উল্লেখ্য ভোট কেন্দ্রগুলোতে নৌকা ও ঈগল প্রতীকের এজেন্ট ছাড়া বাঁকী ৩ প্রার্থীর এজেন্ট চোখে পড়েনি।