স্টাফ রিপোর্টার: “নারীর সমঅধিকার সমসুযোগ,এগিয়ে নিতে হোক বিনিয়োগ ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্ব প্রাপ্ত) এসিল্যান্ড মোসাঃ আঞ্জুমান আরা সভাপতিত্ব করেন । বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, অফিস সহকারী আঞ্জুমান আরা পারভীনসহ অন্যরা।