স্টাফ রিপোর্টার:ভোলাহাট উপজেলার গোহালবাড়ী ফাজিল মাদ্রাসার আর্থিক অনিয়ম দুর্নীতি ম্যানেজিং কমিটির অনিয়মের ক্ষোভ পুসে থাকার মাঝেই মাদ্রাসার ২৬ বিঘা জমি লিজ দেওয়ার সভা আহ্বান করলে তোপের মুখে পড়েন অধ্যক্ষ মাওলানা মোঃ মনিরুল ইসলাম।
সোমবার (২২ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে মাদ্রাসা চত্বরে স্থানীয় লোকজন নিয়ে অধ্যক্ষ ও মাদ্রাসা কমিটির সদস্য নিয়ে ২৬ বিঘা জমি লীজ প্রদানে সভা আহ্বান করেন। এ সময় উপস্থিত লোকজন লীজ প্রত্যাখ্যান করে প্রশ্ন তোলেন অধ্যক্ষ মাওলানা মোঃ মনিরুল ইসলামের কাছে। উত্তেজিত জনতার দাবী ছিল তিনটি। প্রথমটি মাদ্রাসার লাখ লাখ টাকা অনিয়ম দুর্নীতির হিসাব দিতে হবে। অনিয়ম দুর্নীতির মাধ্যমে নতুন ম্যানেজিং কমিটি কি ভাবে হয়েছে এর জবাব দিতে হবে। এছাড়াও মাদ্রাসার পাশের মসজিদে অর্থ সহায়তা প্রদান করার কথা ছিল সেটা করা হয়নি কেন। এসব দাবীর প্রেক্ষিতে অধ্যক্ষ মাওলানা মোঃ মনিরুল উপস্থিত জনতার কাছে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়ম হওয়ায় ভুল স্বীকার করেন এবং এ কমিটি কোন নিয়োগ প্রদান করবেন না বলে প্রতিশ্রুতি দেন। গত তিন বছরের আর্থীক অনিয়ম দুর্নীতির হিসাব আগামী শনিবার (২৭ডিসেম্বর) বিকেল তিনটায় মাদ্রাসা চত্বরে প্রদান করার অঙ্গীকার করেন। গত তিন বছর মোঃ মনসুর আলী ও মোঃ ইউসুফ আলী প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য থাকা অবস্থায় আর্থীক কোন হিসাব চেয়েও পাননি বলে জানান তারা।
