স্টাফ রিপোর্টার : ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের খড়কপুর গ্রামের নুরুল হক( মাষ্টার) চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২ টা ৩০ মিনিটের দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। মৃতকালে তিনি ১০০বছরের বেশি হয়েছিল । তিনি আদাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি আমার শিক্ষক ছিলেন। উপজেলা বিএনপি নেতা মোঃ আলাউদ্দিন( ঠিকাদার) এর শশুর দলদলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার মো: তরিকুল ইসলাম পিতা। তিনি মৃত্যু কালে ছেলে মেয়ে আত্মাতীয় স্বজন, ছাত্র-ছাত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নামাজে জানাজা রাত সাড়ে ৯টার সময় অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে সাপ্তাহিক ভোলাহাট সংবাদ ও অনলাইন ভোলাহাট সংবাদ পরিবারের পক্ষ থেকে গভীর ভাবে শোকাহত।
